বিশেষ খবর



Upcoming Event

উকিল রোবট

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

মামলা-মোকদ্দমায় ভয় পান না এমন লোক কমই আছেন। এর কারণ যে শুধু থানা পুলিশ বা কোর্ট-কাচারি, তা নয়; আইনজীবীদের নিয়েও আতঙ্কে ভোগেন অনেকে। উকিলদের নিয়ে বাজারে অনেক কথা প্রচলিত। নানা ঘোরপ্যাঁচে ফেলে তারা নাকি মক্কেলের পকেট খালি করতে ওস্তাদ। তাদের কাছে প্রশ্ন করতেও টাকা লাগে। আইনজীবী নিয়ে যারা এরকম আতঙ্কে ভোগেন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের এক তরুণ। তিনি তৈরি করেছেন এমন এক রোবট, যেটি কিনা আইন বিষয়ে পারদর্শী। এটি আইনি পরামর্শ দেবে একদম ফ্রি। জশোয়া ব্রাউডার নামের ১৯ বছর বয়সী ওই কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেছেন বিশ্বের প্রথম আইনজীবী রোবট। তার উদ্দেশ্য- মামলা চালাতে গিয়ে মানুষের যে বিপুল অর্থ ব্যয় হয়, তা রোধ করা। ‘ডুনট পে’ নামের রোবটটিতে আইনের যাবতীয় খুঁটিনাটি প্রোগ্রাম করে দিয়েছেন জশোয়া। ‘ডুনট পে’ অবশ্য আদালতে উকিল হয়ে মামলা লড়বে না। এটি শুধু বিভিন্ন আইনি জিজ্ঞাসার উত্তর বলে দেবে। আপনার সমস্যাটি সম্পর্কে আইন কী বলে, এর সমাধান কীভাবে হবে, তা নিমিষেই বলে দেবে রোবটটি। এ কাজটি ‘ডুনট পে’ করবে পুরোপুরি বিনা খরচে। প্রচলিত নিয়মে এ জন্য আপনাকে যেতে হতো কোনো আইনজীবীর চেম্বারে। ফি দিয়ে তার মক্কেল হয়ে পরামর্শ নিতে হতো। তারপর আদালতে মামলায় লড়া। মামলা শেষ হতে হতে পকেটও গড়ের মাঠ। অল্প দিনেই ‘ডুনট পে’ যুক্তরাজ্যে বিখ্যাত উকিলে পরিণত হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img