বিশেষ খবর



Upcoming Event

ঢাবি উপাচার্যকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সংবর্ধনা জ্ঞাপন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০১৫ সালে ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ লাভ করায় ২৩ মার্চ তাঁকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপাচার্য অফিস সংলগ্ন কনফারেন্স কক্ষে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সারওয়ার সুলতানা এবং তথ্য কমিশনের সদস্য অধ্যাপক ড. খুরশিদা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমিতির দফতর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, তাঁকে এই সংবর্ধনা জ্ঞাপনের জন্য তিনি রাষ্ট্রবিজ্ঞান সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমানে রাজনীতির নামে কিছু রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াওসহ সহিংস অপরাজনীতির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আগামীতেও সকলের সহযোগিতা নিয়ে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img