Planets Sun Sun Sun Sun

আকুপ্রেশার-রিফ্লেক্সোলজি-মেডিটেশন সেশনে অংশ নিন

প্রতি শনিবার বিকালে মেডিটেশন, আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, আকুপাংচার সেশন অনুষ্ঠিত হয় ক্যাম্পাস অডিটোরিয়ামে। জাতীয় স্বাস্থ্য-উন্নয়ন ও সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের রোগমুক্তি, সুস্থতা ও সুখী-সমৃদ্ধ জীবনযাপনে সহযোগিতাস্বরূপ ক্যাম্পাস নিয়মিত এ সেশন আয়োজন করে।

এতে প্রথম পর্বে শরীরের যেকোনো অসুবিধা কিংবা অসুস্থতা থেকে মুক্তির জন্য রিফ্লেক্সোলজি ও আকুপ্রেশারের বিভিন্ন টেকনিক হাতে-কলমে দেখানো ও শেখানো হয়। দ্বিতীয় পর্বে যৌথ মেডিটেশন; এরপর আপ্যায়ন।

আপ্যায়ন শেষে কেউ চাইলে শারীরিক রোগের উপর প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আকুপাংচারও করাতে পারেন। দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণকারী আকুপাংচারিস্ট ডাঃ আবুল কালাম আজাদ আকুপাংচার চিকিৎসা দিয়ে থাকেন।

সময়সূচিঃ মার্চ থেকে অক্টোবর মাসে অপরাহ্ন ৫টায় এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীত মৌসুমে ৪টায় সেশন শুরু হয়। এছাড়া রমজান মাসে সেশন হয় সকাল ১১টায়।

ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র ৩৩ তোপখানা রোড, ১৩ তলা, মেহেরবা প্লাজা, ঢাকা ১০০০। ফোনঃ ৯৫৫০০৫৫, ৯৫৬০২২৫। ই-মেইলঃ info@campus.org.bd.